32 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
spot_img

জয়পুরহাটে ডিজিটাল সেবায় সুবিধা পাচ্ছেন সরকারী কর্মজীবী ও অবসরপ্রাপ্তরা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সরকারের ডিজিটাল সেবায়  ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারড (ইএফটি)এর মাধ্যমে ৯৩ দপ্তরের ৪ হাজার ৬৮৮ জন কর্মকর্তা-কর্মচারী পাচ্ছেন বেতন-ভাতা, অবসরপ্রাপ্তরা পাচ্ছেন  শতভাগ তাদের পেনশন ও  উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা।

জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিস সূত্র জানায়,  বিভিন্ন সরকারি দফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী  বিশেষ করে  বয়োবৃদ্ধ, পক্ষাঘাতগ্রস্থ ও  বিধবা যারা ঠিকমতো চলাফেরাও করতে পারেনা  এমন ব্যক্তিদের ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করা  অনেক কষ্টের ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকার বিষয়টি গভীর ভাবে অনুধাবন করার পর প্রতিটি জেলা ও উপজেলা হিসাব বিভাগকে ডিজিটালাইজ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিস ২০১৯ সালের নভেম্বর মাস থেকে  ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারড (ইএফটি) কার্যক্রম শুরু করে। ২০২০ সালের মার্চ মাস থেকে ইএফটির মাধ্যমে  অবসরপ্রাপ্তদের শতভাগ পেনশন ও উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। এতে করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী  বিশেষ করে  বয়োবৃদ্ধ, পক্ষাঘাতগ্রস্থ ও  বিধবা যারা চলতেই পারেনা এমন ব্যক্তিরা ঘরে বসেই তাদের মোবাইল ফোনে পেনশন ও উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন।  এ ছাড়াও সরকারি ব্যয় শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় ইন্ট্রিগ্রেটেড বাজেট এন্ড একাউন্টিং সিস্টেম ( আইবাস প্লাস প্লাস) সফ্টওয়ারের মাধ্যমে সকল গ্যাজেটেড কর্মকর্তাদের বেতন ভাতাও  বর্তমানে ইএফটির মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। এতে করে সুফলভোগী কর্মকর্তারা  বেতন-ভাতা, জিপিএফ, আয়করসহ যাবতীয় তথ্য নিজেরাই আইবাস সফ্টওয়ারের মাধ্যমে দেখতে এবং প্রিন্ট করতে পারছেন। ফলে এ বিষয়ে অন্য কোথাও যেতে হচ্ছেনা এবং সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে। জয়পুরহাট জেলায় বর্তমানে সরকারের ডিজিটাল সেবায় বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন ৯৩ দপ্তরের ৪ হাজার ৬৮৮ জন। এরমধ্যে রয়েছে ৬ শ ৯১ জন কর্মকর্তা, ৩ হাজার ৯৭ জন কর্মচারী ও ৯ শ জন পেনশন ভোগী।   সদরের পাঁচুরচক শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই  ইএফটির মাধ্যমে মোবাইলে  পেনশন ও ভাতা পাওয়ায় খুবই খুশি বলে জানান। অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: শান্তি  প্রসাদ রায়, অবসরপ্রাপ্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহবুব আলম, মহিপুর সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অবসরপ্রাপ্ত আব্দুল আজিজ বর্তমান সরকারের ডিজিটাল সেবা হিসাবে ইএফটির মাধ্যমে ঘরে বসে মোবাইল ফোনে পেনশন ও ভাতাসহ অন্যান্য সুবিধা পাওয়ায় খুশি বলে জানালেন।  বর্তমান সরকারের ডিজিটাল সেবার অংশ হিসাবে ব্যয় শক্তিশালীকরণ কর্মসূিচর আওতায়  ইএফটির মাধ্যমে সেবা দিতে পারায় অত্যন্ত আনন্দিত বলে জানান,  জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসার সরকার রফিকুল ইসলাম। জুন মাস পর্যন্ত জেলায় ৯৩ বিভাগে কর্মরত ৬ শ ৯১ জন কর্মকর্তা ও ৩ হাজার ৯৭ জন কর্মচারী  এবং ৯শ জন  অবসরপ্রাপ্ত  কর্মকর্তা-কর্মচারী  বিশেষ করে  বয়োবৃদ্ধ, পক্ষাঘাতগ্রস্থ ও  বিধবারা ঘরে বসেই তাদের পেনশন ও উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা পেয়েছেন বলেও  জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ