28 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img

হাসানকে দুষছেন না বাবর

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সুপার টুয়েলভে দুর্দান্ত পারফরমেন্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলো পাকিস্তান। কিন্তু সেমিতে থেমে গেল পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। গতরাতে শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারে পাকিস্তান।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করার পরও, শেষ দিকে পাকিস্তানের হাত থেকে ম্যাচ ফসকে যায় পাকিস্তানের। বিশেষভাবে ১৯তম ওভারে হাসান আলির ক্যাচ মিসকে ম্যাচ হারের প্রধান কারন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু এমনটা মানতে নারাজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি জানান, ক্যাচ মিস খেলারই অংশ। হাসানের ক্যাচ মিসে ম্যাচ হেরেছি এটা ঠিক নয়।
দুবাইয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। এরপর জবাব দিতে নেমে ১৩তম ওভারে ৯৬ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাই ম্যাচে নিয়ন্ত্রন হাতের মুঠোয় নিয়ে নেয় পাকিস্তান। শেষ ৫ ওভারে ৬২ রানের প্রয়োজন ছিলো অস্ট্রেলিয়ার। এ অবস্থায় পাকিস্তানের পক্ষেই বাজি ছিলো। কিন্তু হাল ছাড়েননি ক্রিজে থাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড।
১৬ থেকে ১৮তম, এই তিন ওভারে ৪০ রান তুলেন স্টয়নিস ও ওয়েড। এতে শেষ ২ ওভারে ২২ রানের প্রয়োজন পড়ে অস্ট্রেলিয়া। তখনও ম্যাচে ছিলো পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেন পাকিস্তানের হাসান। জীবন পেয়ে, ঐ ওভারের শেষ তিন বলে টানা তিন ছক্কায় অস্ট্রেলিয়াকে ফাইনালে নেন ওয়েড। ১ ওভার হাতে রেখে শেষ চারের ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
পাকিস্তানের হারের জন্য ১৯তম ওভারে হাসান ক্যাচ মিসকেই দায়ী করছেন অনেকে। কিন্তু হাসানকে দোষ দিতে নারাজ পাক অধিনায়ক বাবর। তিনি বলেন, ‘হাসানের জন্য পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে! আমার তা মনে হচ্ছে না। সে আমার মূল বোলার। পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে সে। একজন খেলোয়াড়ের হাত থেকে ক্যাচ পড়তেই পারে। কিন্তু যেভাবে সে লড়াই করছে, আমি তার পাশেই থাকবো। কারণ, সে আমাদের মূল বোলার এবং সব সময় ম্যাচ জিতিয়েছে। ক্যাচ মিস খেলারই অংশ। আমরা ভুল থেকে যত শিখবো, আমাদের জন্য তত ভালো হবে। দিন দিন শেখার এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা থাকবে আমাদের।’
শুধুমাত্র ক্যাচ মিসই নয়, সেমির মঞ্চে বল হাতে বিধ্বস্ত হাসান। ৪ ওভার বল করে ৪৪ রান দিয়েছেন তিনি। ছিলেন উইকেটশূন্য। টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারেননি হাসান। ৬ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন হাসান। সব মিলিয়ে হাসান নিজেও হতাশায় ভুগছেন। তারপরও হাসানকে সমর্থন দিচ্ছেন বাবর। তিনি বলেন, ‘হাসানকে আমরা সব সময় সমর্থন দিয়ে আসছি। টুর্নামেন্ট জুড়ে তার আত্মবিশ্বাস বাড়াতে কাজ করেছি। একজন খেলোয়াড়ের জন্য আত্মবিশ্বাস খুব প্রয়োজন। পারফর্ম করতে পারা না পারা কারো হাতে নেই। একজন খেলোয়াড় চেষ্টা করতে পারে, সেটা হাসান করেছে। দুর্ভাগ্যজনকভাবে সফল হয়নি। কোন সমস্যা নাই। আমি নিশ্চিত, সামনে সে খুবই ভালো করবে।’
ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়াকে সুযোগ দেয়াতেই ম্যাচ ফসকে গেলে বলে জানান বাবর। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রথম ইনিংসে ব্যাট করে যত রান করার পরিকল্পনা করেছিলাম সেটা করতে পেরেছে দল। কিন্তু ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়াকে অনেক বেশি সুযোগ দিয়েছি আমরা। বড় দলকে এ রকম সুযোগ দিলে, সেটার মূল্য পেতে হয়।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ