30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
spot_img

রামেকে আরও ১৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু তালিকা দীর্ঘ হচ্ছে। একদিনে মারা গেছে আরও ১৩ জন। এদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। বাকি ৮ জনের উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৪ ও একজনের বাড়ি কুষ্টিয়ায়।

আজ বুধবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তাঁদের মৃত্যু হয়। মৃত ১৩ জনের মধ্যে পুরষ সাতজন এবং নারী ছয়জন।

হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৮ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের সাতজন, নওগাঁর চারজন এবং পাবনা ও কুষ্টিয়ার একজন করে। একই সময়ে করোনা ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত ৩০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩৪৪ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬২ জন। একই সঙ্গে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫৫ জন। 
হাসপাতালে ভর্তি ২৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন ও এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ