37 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
spot_img

ময়মনসিংহ হাসপাতালে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

শনিবার (১৪ আগস্ট) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে ওই ২৩ জনের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজনই ময়মনসিংহের। অন্য দুইজন নেত্রকোনা ও শেরপুরের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোনার তিনজন, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

এদিকে চিকিৎসাধীন আছেন ৩৯৯ জন। আইসিইউতে ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ