37 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
spot_img

বিআরটিসির সব বাসেই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া সুবিধা পাবে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করার সময় শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় চলাচলের সুযোগ অব্যাহত রাখবে।
বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম জানান, সারাদেশের শিক্ষার্থীরাই এ সুবিধা পাবে। শিক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে এই সুযোগটি পেতে পারে সেজন্য বিআরটিসি সংশ্লিষ্ট সকল মহলের কাছ থেকে সহযোগিতা কামনা করছে।
বাসসের সাথে আলাপকালে মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিআরটিসি শিক্ষার্থীদের জন্য এ ধরনের সুবিধা অব্যাহত রাখবে।
তিনি চালক ও কন্ডাক্টরসহ বিআরটিসি বাসের সকল স্টাফকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য এবং ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার অপ্রয়োজনীয় কথাকাটাকাটি না করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, “আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এ ব্যাপারে সমর্থন ও সহযোগিতার প্রয়োজন রয়েছে, যাতে করে অ-ছাত্ররা এই সুবিধা ভোগ করতে না পারে।”
বিআরটিসি চেয়ারম্যান আরো বলেন, কোনো অ-ছাত্র এই সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ