35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
spot_img

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌ-এ্যাম্বুলেন্স সেবা চালু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌ-পথে দীর্ঘ প্রতীক্ষিত নৌ-এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
পপুলার জেনারেল হাসপাতাল কুড়িগ্রামের উদ্যোগে উপজেলার রৌমারী ঘাটে গতকাল বিকেলে এ নৌ-এ্যম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব নৌ-এ্যাম্বুলেন্সের উদ্যোক্তা মো. বদরুল হাসান বাবুল, ডেপুটি সভিল সার্জন ডা. বোরহানউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন ুপ্রমুখ।
নৌ-এ্যাম্বুলেন্সের উদ্যোক্তা মো. বদরুল হাসান বাবুল জানান, করোনাকালীন দুঃসময়ে মুমূর্ষু রোগীদের যেন ভোগান্তিতে পড়তে না হয় সে উপলব্ধি থেকেই এই নৌ-এ্যাম্বুলেন্স চালু করার চিন্তা মাথায় আসে। এই এ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজারসহ প্রাথমিক চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ