31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
spot_img

আশ্রয়ণের ঘর নির্মাণে অনিয়ম বরদাশত করা হবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান এমপি বলেছেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা বরদাশত করা হবে না। যারা এ মহৎ উদ্যোগকে ব্যর্থ করে দিতে চাইবে তাদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে সরকার।

তিনি আজ  জামালপুরের সরিষাবাড়িতে দিনব্যাপী আশ্রয় প্রকল্পের ঘর, বৃক্ষ রোপণ, খাদ্য সামগ্রী বিতরণকালে  এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল পরিবারগুলোকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। সারা বিশ্বে নজিরবিহীন এ ধরণের উদ্যোগ।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ  করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণেরও কথাও বলেন।

এসময় জামালপুর জেলা প্রশাসক মোরশেদা জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ