38 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
spot_img

৭১’র পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, জেনারেল জিয়াউর রহমান মনেপ্রাণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। পাকিস্তানের চর হিসেবে অংশগ্রহণ করেছিলেন বলেই ৭১’র পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন।
আজ রোববার শিখা চিরন্তন সম্মুখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন।
মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যাকারী ও ইন্ধনদাতাদের বিচারের দাবিতে এই সমাবেশ ও মানব বন্ধনের আয়োজন করা হয়। পরে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিখা চিরন্তনে পুস্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সমাবেশে জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, লেখক মনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং সৈনিক ও অফিসার হত্যা দিবস। হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির অভ্যুদয়, তারা এদিনটি যেভাবে পালন করে, তাতেই প্রমাণ হয় এবং এদিনই আসলে জিয়াউর রহমান বহু সৈনিক ও অফিসারের লাশের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ