32 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
spot_img
spot_img

বিটিভিকে মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের সুপারিশ স্থায়ী কমিটির

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি অন্যান্য প্রাইভেট চ্যানেলগুলোর সাথে বিজ্ঞাপন রেটের তুলনামূলক চিত্র ও  অর্থ মন্ত্রণালয়ে বিটিভি পেশকৃত প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য আলী আজম, এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, এমপি, মো. আফজাল হোসেন, এমপি, মো. আবদুচ ছালাম, এমপি এবং ফরিদা ইয়াসমিন, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে ৩য় বৈঠকের সংশোধিত আকারে কার্যবিবরণী নিশ্চিত ও দৃঢ় করা হয় এবং ৩য় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিটিভির জেলা প্রতিনিধিদের ব্যাপারে কমিটিতে প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সিলেট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার প্রতিনিধি পরিবর্তনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে কেন্দ্র করে সব ধরণের ডকুমেন্টস স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ