31 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌঁড়ে রুট-অশ্বিন-জেমিসন ও করুনারত্নে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

২০২১ সালে আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন ও শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতেœ।
চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান করেছেন রুট। ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করেছেন তিনি। টেস্টের ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ১৭শর বেশি রান করা তৃতীয় ক্রিকেটার তিনি। রুটের আগে এই নজির গড়েন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ২০০৬ সালে ইউসুফ ১৭৮৮ রান, ১৯৭৬ সালে রিচার্ডস ১৭১০ রান করেছিলেন।
বল হাতেও উজ্জল ছিলেন অকেশনাল স্পিনার রুট। ১৪ উইকেট নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে আক্রমনে এসে ব্রেক-থ্রু এনে দেন রুট। তার সেরা বোলিং ফিগার ছিল ৮ রানে ৫ উইকেট। এ বছরের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন রুট।
এ বছর সর্বোচ্চ উইকেট শিকারী ভারতের অশি^ন। ৮ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন তিনি। গড়- ১৬ দশমিক ২৩। উইকেট শিকারের সংখ্যাটা বাড়তে পারে। কারন সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছেন অশি^ন। ব্যাট হাতে এ বছর লোয়ার-অর্ডারে দারুন ছন্দে ছিলেন তিনি। এক সেঞ্চুরিতে ২৮ দশমিক ০৮ গড়ে ৩৩৭ রান করেন অশি^ন।
অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্ট ড্র’তে বড় ভূমিকা ছিলো অশি^নের। দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে নেমে ১২৮ বলে অপরাজিত ৩৯ রান করেন অশি^ন। টেস্ট ড্র’তে হানুমা বিহারির সাথে ষষ্ঠ উইকেটে ২৫৮ বল খেলেন তিনি।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টে ৩২ উইকেটও নিয়েছেন অশি^ন।
সাউদাম্পটন বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেন অশি^ন। ঐ ম্যাচটি হেরে রানার্স-আপ হয় ভারত।
এ বছর নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী জেমিসন। ৫ ম্যাচে ২৭ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার পেছনে বড় অবদান ছিলো ২০২০ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া জেমিসনের।
সাউদাম্পটনের ফাইনালে ৭ উইকেট নেন জেমিসন। ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। দলকে প্রথম আইসিসি ট্রফির স্বাদ দিতে ভূমিকা রাখেন জেমিসন।
শ্রীলংকার হয়ে এ বছর ৭ ম্যাচে ৯০২ রান করেছেন করুনারত্নে। বছরে তৃতীয় সর্বোচ্চ রান তার।
ব্যাট হাতে চারটি সেঞ্চুরিও করেছেন করুনারত্নে। গড়- ৬৯ দশমিক ৩৮। পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ