29 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img

ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি’র ভিত্তিতে নির্মিত হবে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের একটি প্রস্তাব আজ সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) ৩৪তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভাটি ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, অনেক কোম্পানি এখন এই প্রকল্পের সাথে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে এবং টেন্ডার হলে প্রতিযোগিতার মাধ্যমে উপযুক্ত দরদাতা নির্বাচন করা হবে।
আরেফিন বলেন, টেন্ডার প্রক্রিয়া শেষে প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) কাছে আসবে।
তিনি জানান যে, এক্সপ্রেসওয়েটি উপরদিয়ে নির্মাণ করা হবে এবং এক্সপ্রেসওয়েটি নির্মাণে আনুমানিক ব্যয়ধরা হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট ঢাকা-আরিচা (বলিয়ারপুর) থেকে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ পর্যন্ত বিস্তৃত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাথে থাকুন

13,562FansLike
5,909FollowersFollow
3,130SubscribersSubscribe

সর্বশেষ