22.5 C
Dhaka
Saturday, February 8, 2025
spot_img
spot_img

জনবাণী পত্রিকার সম্পাদকের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ফুলবাড়ীয়া প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ইত্তেফাকের আবুল কালাম, সমকালের কবির উদ্দিন সরকার হারুন, জনবাণী সাইফুল ইসলাম তরফদার, কালের কন্ঠের আব্দুল হালিম, আমাদেরসময়’র আব্দুস ছাত্তার, আমার দেশ’র আসাদুজ্জামান আসাদ, কাববেলা আল এমরান, ভোরের ডাক’র এসএম গোলাম ফারুক আকন্দ, খোলা কাগজ’র হাবিবুল্লাহ হাবিব, সময়ের আলো’র নয়ন মনি, ঢাকা প্রতিদিন’র রফিকুল ইসলাম, জবাবদিহি ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র রফিকুল ইসলাম মানিক, ময়মনসিংহ প্রতিদিন’র মির্জা মনজুরুল হক, প্রতিদিনের কাগজ’র মোবারক হোসেন, আলোকিত সকাল’র আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম, রূপালী বাংলাদেশ’র সেলিম প্রমুখ অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, রাজধানী ঢাকার বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। উদ্দেশ্যমূলক ভাবে এ হামলার মাধ্যমে পরোক্ষভাবে গণমাধ্যমের উপর হামলা করা হয়েছে। এসময় বক্তারা অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, গত ১৫ বছর এ জাতীয় ঘটনা ঘটেছে, এ সময়ে এসে এসব ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ফ্যাসিষ্ট সরকার থেকে মুক্ত হতে পারলেও আমরা পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছি না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ