17 C
Dhaka
Saturday, January 25, 2025
spot_img
spot_img

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ সদস্যদের ওপর হামলা, তাদের যানবাহন ভাঙচুর এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  মো: ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাতপরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে গিয়ে ব্যারিকেট ভেঙ্গে ফেলেন। এসময় আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাংচুর করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ