22.5 C
Dhaka
Saturday, February 8, 2025
spot_img
spot_img

কবি হেলাল হাফিজ কবিতার বিরহী রাজপুত্র শীর্ষক বীক্ষণ আসর

নিজস্ব প্রতিবেদক : জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১২৮ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় : কবি হেলাল হাফিজ কবিতার বিরহী রাজপুত্র।
আসরে সভাপতিত্ব করেন কবি সোহরাব পাশা, অনুভূতি প্রকাশ করেন কবির কনিষ্ঠ সহোদর কবি নেহাল হাফিজ, আলোচনা করেন কবি নজরুল হায়াত, কবি সাব্বির রেজা, কবি আসাদ উল্লাহ,কবি রওশন ঝুনু, সাংবাদিক আলপনা বেগম, কবি সজল কোরায়শী, কবি দালান জাহান, কবি ভুঁইয়া বুলবুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ, নিবেদিত কবিতা পাঠ করেন কবি রফিকুল ইসলাম মানিক,সঞ্চালনায় স্বর্ণা চাকলাদার এ্যানি আহ্বায়ক বীক্ষণ। দ্বিতীয় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ, আবৃত্তি করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ